প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপি, জেনে নিন বাংলায় কটি সভা করতে পারেন মোদী-শাহ-নাড্ডারা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছেন সাীসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশও করে ফেলেছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট।এবার আগামি ৭ তারিখ ব্রিগেডে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড সমাবেশের পর থেকেই রাজ্যে প্রচারে ঝ় তুলতে চলেছেন মোদী-শাহ-নাড্ডা সহ বিজেপিরে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা।
 

Sudip Paul | Published : Mar 2, 2021 8:09 AM IST / Updated: Mar 02 2021, 01:40 PM IST
110
প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপি, জেনে নিন বাংলায় কটি সভা করতে পারেন মোদী-শাহ-নাড্ডারা

৭ তারিখ ব্রিগেডে বিজেপির সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী তথা নির্বাচনে বিজেপির মুখ নরেন্দ্র মোদী। 

210

ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রেকর্ড জমায়েত হবে বলে জানানো হয়েছে পদ্ম শিবিরের পক্ষ থেকে।

310

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাতে তৎপর গেরুয়া শিবির। মোদির ব্রিগেড সমাবেশে ২০ লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি।
 

410

ব্রিগেড সমাবেশের পর থেকেই রাজ্যে প্রচারে ঝ় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে মোট ২০টি সভা মোদী করবেন বলা জানা যাচ্ছে।
 

510

যদিও বিজেপির তরফ থেকে ২৫ থেকে ৩০টি সভা মোদীকে দিয়ে করানোর দাবি জানানো হয়েছে। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত ২০টি সবাই নির্ধারিত হয়েছে।
 

610

মোদী ঝড়ের উপর ভরসা করেই রাজ্যা পালাবদলের স্বপ্ন দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই ভোটের আগে যত বেশি সম্ভব প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করাতে চাইছে পদ্ম শিবির।

710

তবে শুধু মোদীই নয়, জানা যাচ্ছে বিডজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা নির্বাচন চলাকালীন বাংলায় একের পর এক প্রচার, সভা ও ব়্যালি করবেন।
 

810

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-ও বাংলার একাধিক সভা করবেন। এখনও পর্যন্ত সূত্রের খবর, অমিত শাহ রাজ্য ৫০টির মত সভা করবেন।
 

910

এছাড়া রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, ৫০টির মতো সভা করবেন বিজেপি সভাপতি।
 

1010

সব মিলিয়ে মোদী-শাহ-নাড্ডা ছাড়াও বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা মিলিয়ে রাজ্যে মোট ৫০০-র মত সভা করার কথা রয়েছে বলেই সূত্রের খবর। ফলে ভোটবাক্সের ফলাফল জানা যাবে ২ মে, কিন্তু নির্বাচনী প্রচারে এবার রাজ্যে মোদী ঝড় উঠতে চলেছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos