পিকের মনগড়া অঙ্গীকার?
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল যে ইশতেহার প্রকাশ করেছিল, তা ছিল ১৪৬ পৃষ্ঠার একটি বিশাল নথি। আর ২০২১ সালে যে ইশতেহার তারা প্রকাশ করেছে, তা মাত্র ৫০ পাতার ঝকঝকে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক এক ইশতেহার। অর্থনীতি, সামাজিক ন্যায় এবং সুরক্ষা, যুব, খাদ্য, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুত-রাস্তা-জল - 'দিদির ১০ অঙ্গীকার' বলে এই ১০টি নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে। ইশতেহারটির পিছনে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর বা 'টিম পিকে'-র ছাপ স্পষ্ট। তাই এটা দিদির ১০ অঙ্গীকার না প্রশান্ত কিশোরের মনগড়া অঙ্গীকার, তা নিয়ে প্রশ্ন উঠেছে।