নদী থেকে প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি গোসাবায়, উদ্ধার ১০০ কেজি প্লাস্টিক

Published : Jul 10, 2021, 01:38 PM IST

পরিবেশকে রক্ষা করতে একাধিকবার প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য মানুষকে সচেতন করেছেন পরিবেশবিদরা। কিন্তু, তা সত্ত্বেও এখনও পর্যন্ত তার ব্যবহার কমেনি। প্লাস্টিকের বোতল থেকে ক্যারিব্যাগ ব্যবহারের পর সবই চলে যাচ্ছে নদীতে। ফলে দূষিত হচ্ছে নদীর জল। এই পরিস্থিতিতে শনিবার সকালে নদী থেকে প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি পালিত হল গোসাবায়। 

PREV
15
নদী থেকে প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি গোসাবায়, উদ্ধার ১০০ কেজি প্লাস্টিক

গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে সামিল হয়েছিল বারুইপুর পুলিশ জেলা ও কয়েকটি বেসরকারি সংস্থা। 

25

বিডিও সৌরভ মিত্রের নেতৃত্বে গোসাবার দূর্গাদয়ানি নদীতে এই কর্মসূচি পালন করা হয়। স্টিমারে করে গিয়ে মাঝ নদীতে ভাসমান প্লাস্টিকের বোতল ও ব্যাগ মাছ ধরার জালের সাহায্যে সংগ্রহ করেন কর্মীরা। 

35

তবে শুধুমাত্র নদী থেকেই নয়, নদীর পাড়েও পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিকের বোতল ও ব্যাগ উদ্ধার করা হয়। হাতে গ্লাভস পরে সেগুলি সংগ্রহ করেন কর্মীরা। 

45

এদিন নদী থেকে প্রায় ১০০ কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

55

গোটা গোসাবা ব্লকের সব নদী থেকেই এভাবে লাগাতার প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে গোসাবা ব্লক প্রশাসন।

click me!

Recommended Stories