পরে বিক্ষোভকারী যুবক-যুবতীদের নেতা তুষার অবস্থি বলেন, 'আমাদের দেশে এখন একইসঙ্গে মহামারিও চলছে, চুরিও হচ্ছে। আজ আমরা তাই সাংসদের বাড়িতে এসেছিলাম, যদিও ওঁকে পাওয়া যায়নি। অবশ্য তাঁকে কোনদিনই পাওয়া যায় না। পুরুলিয়ার সাধারণ নাগরিক হিসেবে, আমাদের জেলার মানুষের স্বার্থে, আমরা সকলে মিলে বাজারে চাঁদা তুলে ৩৫২ টাকা সংগ্রহ করেছি। পুরুষোত্তম এক্সপ্রেসে পুরুলিয়া থেকে দিল্লি যাওয়ার ট্রেনভাড়া এই টাকাটা। সেটাই আমরা সাংসদের হাতে তুলে দিয়েছি। আমার চাই উনি দিল্লি গিয়ে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদ করুন। সর্ষের তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করুন'।