বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রথযাত্রা উৎসব। করোনা কাঁটায় এবার মায়াপুর ইসকনের রথযাত্রা। প্রতিবছর মহা ধূমধাম করে এই রথযাত্রা পালন করা হয়। এই বছর ছিল আরও স্পেশ্যাল। মায়াপুর ইসকনে ৫০ বছরে পদার্পণ করল এই রথযাত্রা উৎসব। তবে করোনার জন্য সেই চমক এবছর ফিকে। বরং ক্যাম্পাসের মধ্যে ২০০ মিটার চলবে এই রথ। তিনটি আলাদা নয়, বরং একটি রথেই উঠবে জগন্নাথ, বলরাম, ও সুভদ্রা। তবে মাসির বাড়িতে রথে নয় বরং গাড়িতে করেপুলিশের নিরাপত্তার ঘেরাটোপে তিন দেবদেবীকে নিয়ে যাওয়া হবে গুরুসদয় দত্ত রোডের মন্দিরে। সেখানেই উল্টোরথ অবধি বিরাজ করবেন জগন্নাথ, বলরাম, ও সুভদ্রা।