পুরুলিয়ার জঙ্গলে মাওবাদী দমনে টানা দশ বছর ধরে মোতায়েন ছিল নাগা বাহিনীর জওয়ানরা। বলরামপুর থানার কুমারী কানন, পাথর বাঁধ। বাগমুণ্ডির হিলটপ ও পিপিএসসি। আড়শা থানা এবং এবং কোটশিলা থানার মুরগুমা। নাগা বাহিনী থাকা ওই ক্যাম্প গুলিতেই থাকবেন সিআরপিএফ জওয়ানরা।