কৃষি আইনের সমর্থনে মিছিল, ভোটের মুখে 'শক্তিপ্রদর্শন' বিক্ষুদ্ধ বিজেপি নেতা-কর্মীদের

Published : Oct 12, 2020, 07:47 PM ISTUpdated : Oct 12, 2020, 07:49 PM IST

হাতিয়ার নয়া কৃষি আইন। এলাকায় মিছিল করে এবার শক্তি প্রদর্শন করলেন দলের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। ভোটের মুখে বিজেপি-এর গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল বীরভূমে।  

PREV
15
কৃষি আইনের সমর্থনে মিছিল,  ভোটের মুখে 'শক্তিপ্রদর্শন' বিক্ষুদ্ধ বিজেপি নেতা-কর্মীদের

সংসদে ধ্বনিভোটে কাজ হাসিল করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শত বিতর্কের মাঝেই কৃষিবিলে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ রাজ্যে কৃষি আইনে সমর্থনে প্রচারে নেমেছে বিজেপি নেতৃত্ব।
 

25

শুক্রবার মিছিল বেরিয়েছিল বীরভূমের রামপুরহাট শহরেও। তবে কৃষি আইনের সমর্থনে বিজেপি পতাকা নিয়ে মিছিলে যাঁরা হাঁটলেন, তাঁরা সকলেই কিন্তু দলের বিক্ষুদ্ধ নেতা কিংবা কর্মী। 
 

35

বেলা এগারোটা নাগাদ শহরের রেলওয়ে চ্যাম্পিয়ান গ্রাউন্ড থেকে শুরু মিছিল। মিছিলে নেতৃত্ব দেন বিজেপি প্রাক্তন প্রাক্তন জেলা সভাপতি সত্যেন দাস, কিষাণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ ঘোষ-সহ আরও অনেকেই।
 

45

 খাতায়-কলমে কৃষি আইনের সমর্থনে মিছিল হলেও, আসলে পথে নেমে বিজেপি-এর বিক্ষুদ্ধ নেতা-কর্মীর নিজেদের শক্তিই প্রদর্শন করলেন। অন্তত তেমনটাই মত রাজনৈতিক মহলের।
 

55

মিছিল শেষে দলের বর্তমান জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন বিজেপি-এরই প্রাক্তন জেলা সভাপতি সৌমনাথ ঘোষ। বলেন,  'জেলা সভাপতি নিজের পছন্দের লোকেদের নিয়ে সংগঠন করেছেন। দলের মধ্যে যে গণতান্ত্রিক পদ্ধতিতে পদাধিকারি গঠনের নিয়ম রয়েছে তা মানেননি।'

click me!

Recommended Stories