গত কয়েকদিন ধরেই উত্তেজনা বাড়ছিল সীমান্তে। লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর উপর হামলা চালায় চিনা সেনা। পাল্টা জবাব দেন জওয়ানরা। সেই সংঘর্ষে মারা যান কমপক্ষে এ রাজ্যের দু'জন-সহ কমপক্ষে ২০।
25
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লাগোয়া ভারতের ভূ-খণ্ডে তাঁবু ঘাটিয়েছিল ভারতীয় সেনা। সেই তাঁবুকে সরানোকে কেন্দ্র দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
35
সরকারি সূত্রের দাবি, দু'দেশের সেনার সংঘর্ষে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। তাঁবু সরানোর কথা বলতে অতর্কিতে উঁচু জায়গা থেকে পাথর বৃষ্টি শুরু করে চিনের সেনাবাহিনী।
45
ঘটনার চিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলা নেওয়ার দাবি উঠেছে সর্বত্রই।
55
সোমবার পড়শি দেশের বিরুদ্ধে রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখালেন ভারতীয় বিদ্যার্থীর পরিষদের সদস্যরা। রাস্তায় জ্বলল টাওয়ার। দীর্ঘক্ষণ বন্ধ থাকল যান চলাচল।