যাঁরা এই মহান কর্মসূচির উদ্যোগ নিয়েছেন, সেই এলাকার মুসলিমরা জানিয়েছেন, ইদের সময় হিন্দু ভাইরাও তাঁদের শিমাই, লাচ্চা, ফল ইত্যাদি উপহার দেন। বস্তুত, হিন্দুদের উৎসবেও তাঁরা যোগ দেন, ইদে-কুরবানিতে তাঁদের পাশে থাকেন হিন্দুরাও। এদিন হিন্দুদের হাতে ফল ও পুজোর সামগ্রী তুলে দিয়ে দারুণ আনন্দ পেয়েছেন তাঁরা।