করোনা হাত থেকে বাঁচতে সতর্ক হওয়া থাকা ছাড়া উপায় নেই। কিন্তু তা বলে তো আর কাজকর্ম শিকেয় তুলে ঘরে বসে থাকা যায় না! লকডাউন শিথিল হতেই ফের কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। পরিস্থিতি এমনই যে, মাঠের ধান কাটার লোকও পাওয়া যাচ্ছে না। চাষীদের পাশে দাঁড়াতে এবার লুঙ্গি, গেঙ্গি পরে কাস্তে হাতে মাঠে নেমে পড়লেন খোদ বিজেপি-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।