'টুপিতে হাওয়াই চটির ছবি লাগিয়ে মাথায় পরা উচিত', পুলিশকে বেনজির আক্রমণ বিজেপি সাংসদের

'অশোক স্তম্ভ লাগানো টুপি পরার যোগ্যতা নেই। টুপিতে হাওয়াই চটির ছবি লাগিয়ে মাথায় পড়া উচিত।'  এ রাজ্যের পুলিশকর্মীদের বেনজির ভাষায় আক্রমণ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অবমাননা করলেন রাষ্ট্রীয় প্রতীকেরও। বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে। 
 

Asianet News Bangla | Published : Aug 25, 2020 2:48 PM IST

15
'টুপিতে হাওয়াই চটির ছবি লাগিয়ে মাথায় পরা উচিত', পুলিশকে বেনজির আক্রমণ বিজেপি সাংসদের

খুন নাকি আত্মহত্যা? হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে সিআইডি। কিন্তু বিজেপি নেতৃত্ব তো বটেই, রাজ্য গোয়েন্দা সংস্থার তদন্তে আস্থা নেই নিহতের পরিবারের লোকেদেরও।
 

25

স্বামীকে খুনের অভিযোগ তুলেছেন নিহত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন তিনি। সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।
 

35

গত মাসে আবার মাধ্যমিক উত্তীর্ণ এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরেরই চোপড়া। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকেরা। সেই ঘটনায় আবার মৃত কিশোরীর পরিবারের লোককেই গ্রেফতার করেছে পুলিশ। 
 

45

এই দুটি ঘটনারই সিবিআই তদন্তের দাবিতে পথে নেমেছে বিজেপি। মঙ্গলবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিক্ষোভে সমাবেশ করেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা।
 

55

দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার। জনসভায় বক্তব্য় রাখতে গিয়ে পুলিশকর্মীদের আশালীন ভাষায় আক্রমণ করেন তিনি। এমনকী, বিজেপি  ক্ষমতায় এলে দেখে নেওয়ার হুমকি দেন সাংসদ। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos