'চাল-চোর' ও 'সিবিআই আধিকারিক'কে নিয়ে পথে বিজেপি নেতারা, আজবকাণ্ড রায়গঞ্জে

লকডাউনের বাজারে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। দিন কয়েক আগে এ রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীকে 'চাল-চোর' বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। অবশেষে সেই 'চোর'-কে ধরে ফেললেন সিবিআই আধিকারিকরা! রায়গঞ্জে পথনাটিকার মাধ্যমে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

Asianet News Bangla | Published : May 2, 2020 1:36 PM IST
15
'চাল-চোর' ও  'সিবিআই আধিকারিক'কে নিয়ে পথে বিজেপি নেতারা, আজবকাণ্ড রায়গঞ্জে

করোনা নিয়ে তথ্য গোপন, পরিবারের অগোচরে মৃতদেহ দাহ করার মতোই অভিযোগ তো ছিলই। লকডাউনের বাজারে দুঃস্থ মানুষকে ঠিকমতো ত্রাণ পাচ্ছেন তো? শাসকদলের নেতা-মন্ত্রীদের দিকে আঙুল তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

25

 তাঁর বিস্ফোরক অভিযোগ, 'অন্য রাজ্যের মতো বাংলার জন্য চাল বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই চাল চুরি করে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা।'

35

 কেন্দ্রের বরাদ্দ করা চাল চুরির অভিযোগ এক ব্য়ক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় রায়গঞ্জে। 

45

ভুল ভাঙতেও অবশ্য সময় লাগেনি। পথনাটিকার মাধ্যমে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

55

কেউ চোর, কেউ সিবিআই আধিকারিক, তো কেউ আবার পুলিশ সেজে ঘুরলেন শহরের বিভিন্ন প্রান্তে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos