করোনা আবহে ভিন রাজ্যের বহু কাজ হারিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। নিজেদের বাড়ি পুরুলিয়াতে এসে কী কাজ করছেন তাঁরা? কী কী সমস্যা মধ্যে প্রত্যন্ত গ্রামের মানুষ? ১০০ দিনের কাজ সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা? সব কিছুই সরজমিনে খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষকে স্বনীর্ভর করে তুলতে তাঁদের জন্য দোকান ঘরের ব্যবস্থা। পুজোয় কী কী সতর্কতা অবলম্বন করা যায. তা নিয়েও বৈঠক করলেন পুজো কমিটি গুলির সঙ্গে।