উত্তর দিনাজপুর পুলিশের অভিযান, ভিনরাজ্যে পাচারের আগেই উদ্ধার ভেজাল মদ

Published : Oct 10, 2020, 11:56 AM IST

অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর পুলিশ। ভিন রাজ্যে পাচার হওয়ার আগেই উদ্ধার হয়েছে ভেজাল বিদেশি ব্র্য়ান্ডের মদ। শুক্রবার ডালখোলা থানার ভূষামানি গ্রামের দীপচর থেকে উদ্ধার প্রায় পাঁচলক্ষ টাকার বিদেশি মদ। বিদেশি ব্র্য়ান্ডের এই ভেজাল মদ ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল বলে দাবি আবগারি দফতরের। গোপন সূত্রে খবর পেয়ে ভূষামনি গ্রামের দীপচর এলাকায় অভিযান চালায় রাজ্য আবগারি দফতরের মালদহ ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার।

PREV
15
উত্তর দিনাজপুর পুলিশের অভিযান, ভিনরাজ্যে পাচারের আগেই উদ্ধার ভেজাল মদ

অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আবগারি দফতর। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উদ্ধার হল প্রচুর ভেজাল মদ।

25

বিদেশি ব্র্যান্ডের লেভেল লাগিয়ে ভিন রাজ্যে পাচারের চেষ্টা চলছিল বলে দাবি পুলিশের। তার আগেই প্রায় ৫ লক্ষ টাকার ভেজাল মদ উদ্ধার হয়।

35

রায়গঞ্জের ডালখোলা থানার ভূষামনি এলাকার দীপচর গ্রাম থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান ভেজাল মদ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আবগারি দফতর।

45

রাজ্য আবগারি দফতরের মালদহ ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম দাস ও আবগারি দফতরের ওসি কাকলি চন্দের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

55

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে প্রচুর ভেজাল মদ প্যাকেট করে রাখা হয়েছে। যদিও, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
 

click me!

Recommended Stories