উত্তর দিনাজপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়া মাইল ফলক। পরিবেশবান্ধবের লক্ষ্যে বিদ্যুতায়নে চালু হল সোলার সিস্টেম। রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্প রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েই চালু হল। এই প্রকল্পের জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমের পর বাস্তব রূপ নেয় এই প্রকল্প। বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব নিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য অনীল ভুঁইমালী।