Maynaguri Train Accident: ভয়াবহ ছবি ট্রেন দুর্ঘটনার, দেখুন মর্মান্তিক মুহুর্তের চিত্র

বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির কাছে ময়নাগুড়িতে বিকেল ৫টা নাগাদ হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় বিকানের এক্সপ্রেস। সরকারিভাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৬ জন বলে জানানো হয়েছে। আহতের সংখ্যা ৫০। আহতদের মধ্যে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ২৭ জনকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ১৬ জনকে পাঠানো হয়েছে ময়নাগুড়ি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও স্থানান্তরিত করা হয়েছে। তবে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল।

Parna Sengupta | Published : Jan 13, 2022 3:52 PM IST / Updated: Jan 13 2022, 09:38 PM IST
110
Maynaguri Train Accident: ভয়াবহ ছবি ট্রেন দুর্ঘটনার, দেখুন মর্মান্তিক মুহুর্তের চিত্র

শিলিগুড়ির কাছে ময়নাগুড়ির ডোমহনিতে উল্টে গিয়েছে পাটনা-গুহায়াটিগামী বিকানের এক্সপ্রেস। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কামরায় আটকে রয়েছে শতাধিক যাত্রী। পাশাপাশি ১০ জন যাত্রীকে এখনও পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক।

210

দুর্ঘটনার কারণ সম্পর্কে রেলের তরফ থেকেক এখনও নিশ্চিৎভাবে কোনও কিছুই জানানো হয়নি। উদ্ধারকার্যেই প্রাথমিকভাবে  জোর দেওয়া হয়ছে। উদ্ধার কাজের জন্য গ্যাসকাটার, ক্রেন সহ অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে।

310

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। পৌছেছে এনডিআরএফও। তবে দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের জন্য রেলের তরফে তৈরি করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। একাধিক উচ্চ পর্যায়ের কর্তা ও বিশেষজ্ঞরা রয়েছে এই কমিটিতে। 

410

তবে এই ক্ষেত্রে মূলত দুটি জিনিসের সম্ভাবনার কথা বলছেন রেল কর্তারা। প্রাথমিক অভিঘাত দেখে মনে করা হচ্ছে খুব সম্ভবত ট্র্যাকের সমস্যার জন্য ঘটেছে দুর্ঘটনা। ফিসপ্লেট খোলা বা ওই জাতীয় কোনও জিনিস ঘটেছিল কিনা তাও খতিয়ে দেখা যাচ্ছে। পাশাপাশি রেল ইঞ্জিনিয়াররা এই জায়গায় ঠিক মতো কাজ করেছিলেন কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। ট্রেনটির গতি বেশি ছিল তা নিয়ে প্রশ্ন উঠলেও, রেলের তরফে জানানো হয়েছে গতি নিয়ে কোনও সমস্যা ছিল না।

510

এদিন উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উদ্বিগ্ন মমতা জানতে চান উদ্ধারকার্যের বিষয়ে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন মমতা। রাজ্যের প্রশাসনিক কর্তাদের দ্রুত এলাকায় যাওয়ার নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসনিক কর্তাদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

610

এই ঘটনার প্রতিক্রিয়ায় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (Darjeeling MP Raju Bista) বলেন তিনি গোটা ঘটনার (Rail Accident) খবর নিয়েছেন। ডিআরএম আলিপুরদুয়ার (Alipurduar DRM) ও ডিআরএম জলপাইগুড়ি (Jalpaiguri DRM)- দুজনের সঙ্গেই কথা হয়েছে তাঁর। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ। 

710

সূত্রের খবর, ডোমহনির কাছে উল্টে গিয়েছে বিকানের এক্সপ্রেসের ৪ থেকে ৫টি বগি। প্রতিটি বগিই কার্য দুমড়ে মুচরে মাঠের পাশে পড়ে রয়েছে বলে দেখা যাচ্ছে। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন ট্রেনের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিল বলে জানা যাচ্ছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি।

810

এদিকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি যেহেতু একেবারে দুমরে মুচরে গিয়েছে সেই ক্ষেত্রে সহজ প্রক্রিয়ায় যে উদ্ধার করা যাবে না তা পরিষ্কার। সেই ক্ষেত্রে কামরাগুলিকে কেটে যাত্রীদের উদ্ধার করতে হতে পারে। প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে গ্যাস কাটারের। ইতিমধ্যেই প্রশাসন ও রেলের তরফে উচ্চ পদস্থ আধিকারিকেরা এলাকায় পৌঁছে কী প্রক্রিয়ায় মূল উদ্ধারকাজ হবে তা খতিয়ে দেখতে শুরু করেছেন। 

910

রেলের এক কর্তা জানিয়েছেন, ডিআরএম-এর দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনাস্থলটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় সুযোগ সুবিধে অনেকটাই কম পাওয়া যাবে। 

1010

শহর ও প্ল্যাটফর্মের যে সুবিধেগুলি পাওয়া যায় সেই সুবিধেগুলি সেখানে পাওয়া যাবে না। তবে বিশেষ আলোর ব্যবস্থা করে উদ্ধার করা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos