শিলিগুড়ি শহর থেকেই উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন মন ভালো করা ছবি

ঝলমলে আকাশ, ভাদ্র মাসেই শিলিগুড়ি থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। আর সেই ছবি তুলতে ব্যস্ত শহরবাসী। এমনিতেই প্রত্যেক বছর পুজোর পর অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে শিলিগুড়ি থেকে। তবে এবার তার আগেই দেখা মিলছে। পুজোর আগে এই দৃশ্যে যে পাহাড়ে পর্যটন বাড়বে তা বলার অবকাশ রাখে না।

Parna Sengupta | Published : Sep 12, 2021 9:48 AM IST
19
শিলিগুড়ি শহর থেকেই উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন মন ভালো করা ছবি

মেঘ কাটলেই পেঁজা তুলো উঁকি দিচ্ছে আকাশে। সেই আকাশ চিরে শিলিগুড়ির সাথে যেন লুকোচুরি খেলছে কাঞ্চনজঙ্ঘা। পরিষ্কার আকাশ থাকায় এই নয়ানভিরাম দৃশ্য উপভোগ করছেন শহরবাসী

29

মাউন্ট এভারেস্ট ও কেটুর পর এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট।

39

আগে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। কিন্তু বর্তমানে যানজট, দূষণের সৌজন্য সেই দৃশ্য প্রায় হারিয়েই যেতে বসেছে। তবে এবছর সৌভাগ্য ফিরেছে।

49

রবিবার সকালে আচমকাই শিলিগুড়ির রাস্তার বেশ কয়েকটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যায়। সবাই মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন এই দৃশ্যকে। 

59

রবির সকালে এই দৃশ্যতে মন ভালো হয়ে যায় শিলিগুড়ির। তবে কাঞ্চনজঙ্ঘার ছবি থেকে বঞ্চিত হয়নি গোটা রাজ্যও। নেটদুনিয়ার দৌলতে ও সংবাদমাধ্যমের হাত ধরে এই ছবি রীতিমত ভাইরাল হয়ে যায়।

69

শিলিগুড়িবাসী থেকে শুরু করে পর্যটকরাও ক্যামেরাবন্দি করে চাক্ষুষ করার সুযোগ করে নেন এদিন। শিলিগুড়ির মূলত মহানন্দা সেতু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে আরো ভালো দৃশ্যমান এই কাঞ্চনজঙ্ঘা।

79

প্রতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের পর্যটন মরসুম। ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এই সময়টায় ভিড় বাড়ে পর্যটকদের।

89

করোনার দাপটে পর্যটকের সংখ্যা কম হলেও, উৎসাহীরা ভ্রমণে বেড়িয়ে পড়ছেন। আনলক পর্বে ফের আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করে পাহাড়। তাদের জন্য দারুণ উপহার কাঞ্চনজঙ্ঘার ঝলক। 

99

এই মুহূর্তে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে ফের আসতে শুরু করেছে পর্যটকেরা। গত দু’দিনের পাহাড়ের এই ঝলমলে আবহাওয়া এবং পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা রুপে অনেকেই মুগ্ধ।

Share this Photo Gallery
click me!

Latest Videos