রেললাইনে ধস, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

রেললাইনে ধস নামার জেরে ব্যাহত হল বনগাঁ শাখার ট্রেন চলাচল। শিয়ালদা-বনগাঁ শাখার গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে রেললাইনে ধস নামে। সকাল ৬টা থেকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ধস নামার জেরে আপ লাইনে শুধুমাত্র দত্তপুকুর পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। 
 

Asianet News Bangla | Published : Aug 28, 2021 7:52 AM IST
110
রেললাইনে ধস, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টার সময় হঠাৎই আপ লাইনে ধস নামে। গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে বিদ্যাধরী খালের সেতুর কাছে ধস নেমে আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
210
স্থানীয় বাসিন্দারা সকালে দেখতে পান ২৩ নম্বর রেলগেটের কাছে বিদ্যাধরী খালের উপরে রেললাইনের অনেকটা এলাকা জুড়ে ধস নেমেছে। দেখতে পেয়েই রেল পুলিশকে বিষয়টি জানানো হয়।
310
বিদ্যাধরী খালের উপরে রেললাইনের নিচের অনেকটা অংশে ধস নামে। তা দেখতে পেয়েই রেল পুলিশকে বিষয়টি জানানো হয়। বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ।
410
খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। যেভাবে ধস নেমেছে তাতে ট্রেন চালানো কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়েছিলেন তাঁরা। এরপর আপ লাইনে ট্রেনের চলাচল দত্তপুকুর পর্যন্ত আটকে দেওয়া হয়।
510
এই মুহূর্তে অশোকনগর ও গুমা স্টেশনের মাঝে ধস সারাইয়ের কাজ চলছে। দ্রুতই আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন আধিকারিকরা।
610
খবর পাওয়ার পর থেকেই লাইন মেরামতির কাজ শুরু হয়। বাঁশ ও বস্তা দিয়ে কোনওভাবে লাইন মেরামত করা হচ্ছে। বহু কর্মী হাত লাগিয়েছেন কাজে। এর ফলে দ্রুতই লাইন মেরামত হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
710
এর আগে ফের মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস নেমেছিল। প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে রেললাইনে ধস নামে। আজিমগঞ্জ-ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা।
810
কয়েক দিন আগেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো লাইনের পাশে ধস নামে। অত্যাধিক বৃষ্টির ফলেই ধস নেমেছিল বলে জানা গিয়েছে। ট্রেন চলাচল ব্যাহত না হলেও ধীর গতিতে চলছিল ট্রেন।
910
এদিকে শুক্রবার সন্ধেবেলায় উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। সম্ভবত সেই কারণেই শিয়ালদা-বনগাঁ শাখায় ধস নেমে থাকতে পারে বলে অনুমান রেল আধিকারিকদের।
1010
এছাড়া দার্জিলিঙে সেবক রংপো রেল টানেলের কাজ চলার সময় বালুখোলাতে দুর্ঘটনা ঘটেছিল। উত্তরবঙ্গে বৃষ্টির জেরে ধস নেমেই ওই বিপত্তি হয়েছিল। এই দুর্ঘটনায় দু'জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পাঁচজন শ্রমিক আহত হন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos