বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বর্ষণ শুরু দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস আগাম বলেছিল যে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে। কিন্তু সকালের দিকে হালকা-মাঝারি হলেও বেলা বাড়তেই প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তর ২৪ পরগণা-সহ রাজ্যের একাধিক জেলায়। সেই সঙ্গে মেঘের ভিতরে বিদ্যুৎতের গর্জন শুরু হয়েছে। সব মিলিয়ে তাপমাত্রা বৃষ্টির সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর আগের দিনেই ভরা বৃষ্টিতে একাকার কলকাতা-সহ রাজ্য। দেখুন বাংলার সেই ছবি।