বাজ পড়া শুরু, সকালেই আকাশ অন্ধকার করে তুমুল বৃষ্টি রাজ্যের ১৪ জেলায়

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বর্ষণ শুরু দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস আগাম বলেছিল যে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে। কিন্তু সকালের দিকে হালকা-মাঝারি হলেও বেলা বাড়তেই প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তর ২৪ পরগণা-সহ রাজ্যের একাধিক জেলায়। সেই সঙ্গে মেঘের ভিতরে বিদ্যুৎতের গর্জন শুরু হয়েছে। সব মিলিয়ে তাপমাত্রা বৃষ্টির সঙ্গে সঙ্গে সরস্বতী পুজোর আগের দিনেই ভরা বৃষ্টিতে একাকার কলকাতা-সহ রাজ্য। দেখুন বাংলার সেই ছবি।

 

Web Desk - ANB | Published : Feb 4, 2022 11:33 AM / Updated: Feb 04 2022, 11:34 AM IST
110
বাজ পড়া শুরু, সকালেই আকাশ অন্ধকার করে তুমুল বৃষ্টি রাজ্যের ১৪ জেলায়

 উত্তর ২৪ পরগণার একাধিক এলাকায় বৃষ্টিতে ঝাপসা চারিদিক। বৃষ্টির পরিমাণও নেহাত কম নয়। সাতসকালে বৃষ্টিতে নাজেহাল সবাই।

210

বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে এদিন ভোরেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বেলা বাড়তেই আর সেটা শুধুমাত্র ৫ জেলায় নয়,  রাজ্যের ১৪ জেলায় বজ্রবিদ্যুৎ -সহ তুমুল বৃষ্টি শুরু হয়েছে। 

310

 রাজ্য়ের নদীঘাটগুলিতেও ফেরি চলাচলের পথে ঝাপসা। কারণ এমনিতেই গত কয়েকদিন ধরে ঘনকুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তার উপর মুষলধারার বৃষ্টিতে কুপোকাত যাতায়াত ব্যবস্থা।

410

আগাম বৃষ্টির খবর পেয়ে ছাতা নিয়ে বেরিয়েও স্বস্তি নেই শহরবাসীর। কারণ একেই শীতকালে এহেন বৃষ্টিতে সাধারণ মানুষ বিরক্ত ছাড়া কিছুই হচ্ছে না। পারদ চড়লেও সকালের বৃষ্টির সঙ্গে শীতল হাওয়া বইছে।

510

স্কুল খুলতে না খুলতেই বৃষ্টি। সবে দীর্ঘ কোভিড সংক্রমণ কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। স্কুলের মুখ দেখেছে পড়ুয়ারা। তারই মাঝে বৃষ্টি আদতে মাটি করছে সরস্বতী পুজোরও প্রস্তুতি।

610

মূলত রাতের থেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু'জায়গাতেই বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু নেহাতই হালকা ছিল সেটা। সকাল হতেই প্রবলবেগ নেয়। শুক্রবার ৪ ফেব্রুয়ারি বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে  হাওয়া অফিস ।  

710

এদিকে অকাল বর্ষণে স্বাভাবিকভাবেই চাষবাসের ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। একেই কোভিডে রোজগার হারিয়েছে। তার উপর অকাল বর্ষণে ক্ষতির মুখোমুখি কৃষকরা।

810

সাতসকালেই আকাশ অন্ধকার চারিদিক। বাইপাস থেকে শুরু করে সর্বত্রওই ঝাপসা চারিদিক। হেডলাইট জ্বালিয়ে অধিকাংশ গাড়ি রাস্তায় চলাফেরা করছে।

910

স্কুল খুললেও ক্ষুদেদের এখনওই প্রবেশাধিকার নেই। মূলত পাড়ায় পাড়ায় স্কুল। তবে এহেনও পরিস্থিতিতে কারইবা ঘরে মন টেকে। খেলার দিকেই মন ক্ষুদে স্কুল পড়ুয়াদের।

 

1010

রাজ্যের উপকূলবর্তী এলাকাতেও বাদ নেই । বৃষ্টির প্রভাব সর্বত্রই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে বেলা সাড়ে ১১ টা নাগাদ শহরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos