প্রার্থী প্রাক্তন বিধায়ক। তাকে বদল চেয়ে বিক্ষোভ । যশোর রোড অবরোধ। অশোকনগরে ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসাবে নাম রয়েছে অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়ের । এবার ধীমানের বদলের দাবিতে অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের। তাঁদের মূলত দাবি,' অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। ধীমান রায়কে সব সময় পাওয়া যায় না , তিনি বহিরাগত' বলে অভিযোগ আনা হয়েছে।