পুজোর আগে অবিরাম বৃষ্টি, দেখুন রায়গঞ্জের জলছবি

পুজোর মুখে দুর্যোগের ঘনঘটা, তিনদিন ধরে বৃষ্টি চলছে অবিরাম। জল জমেছে শহরের আনাচে-কানাচে। জলবন্দী বহু মানুষ, বিপর্যস্ত জনজীবন। এমনই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

Tanumoy Ghoshal | Published : Sep 24, 2020 1:58 PM IST
15
পুজোর আগে অবিরাম বৃষ্টি, দেখুন রায়গঞ্জের জলছবি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। আপাতত সূর্যের দেখা মেলার কোনও সম্ভাবনা নেই। অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
 

25

পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে শনিবার পর্যন্ত দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। অতি বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
 

35

কখনও মুষলধারায়, তো কখন আবার ঝিরঝিরে। তিন দিন ধরে বৃষ্টি থামছে না উত্তর দিনাজপুরেও। বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে ডাউক, নাগর, কুলিক,  টাঙ্গনের মতো একাধিক নদী। প্লাবিত হয়েছে বহু এলাকা।
 

45

জল থই থই অবস্থা জেলা শহর রায়গঞ্জেও। কম-বেশি জল জমেছে শহরের প্রায় সর্বত্রই। কোথাও কোথাও আবার জল ঢুকে গিয়েছে বাড়িতেও। জলবন্দি মানুষ, বিপর্যস্ত জনজীবনও।
 

55

স্রেফ উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গেও বজ্রপাত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে। বৃহস্পতিবার দিনভর কলকাতার আকাশ ছিল মেঘলা। বৃষ্টি যদি না হয়, তাহলে শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে  করা হচ্ছে।       
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos