এগিয়ে আসছে সাইক্লোন যশ (Cyclone Yaas)। আবহাওয়াবিদরা বলছেন, এখনও অবধি যে পথ ধরে এগিয়ে চলেছে যশ, তাতে বঙ্গে সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই। ওড়িশার বালাসোরের দক্ষিণ অংশ দিয়ে যশ প্রবেশ করবে স্থলভাগে। বাংলার মধ্যে শুধুমাত্র উপকূলীয় মেদিনীপুর ঝড়ের ক্ষতির মুখে পড়তে পারে। তাও নিশ্চিন্ত হতে পারছে না বাংলার মানুষ। এক বছর আগেই তো দেখতে হয়েছিল আমফানের ধ্বংসলীলা। কতটা ভয়ঙ্কর ছিল সেই দিনটা? কতটা ভয়াল হয়ে উঠেছিল প্রকৃতি? ফিরে দেখাযাক ছবিতে ছবিতে -