তবে এই উত্তেজনাকে তেমন একটা গুরুত্ব দেননি শুভেন্দু। তাঁর কথায়, বিরোধী ২টি দল মুখোমুখি হলে সামান্য উত্তেজনা ছড়াবেই। তবে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্য অপ্রিতীকর পরিস্থিতি হওয়ার আগেই সেখানে সামাল দেয় পুলিশ। পাশাপাশি এই উত্তেজনাকে বিশেষ একটা গুরুত্ব দেননি দুই দলের অন্য কর্মীও।