দক্ষিণ ছাড়িয়ে এবার উত্তরে, রাজপথে শুভেন্দুর সমর্থনে বড়বড় হোর্ডিং

Published : Dec 05, 2020, 04:24 PM IST

শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার পোস্টার পড়ল উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে। শুভেন্দুকে জননেতা হিসেবে তুলে ঘরে রায়গঞ্জের রাজপথে বড়বড় হোর্ডিং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আবারও শুভেন্দুর সমর্থনে পোস্টার ফেলেছে 'আমরা দাদার অনুগামী'। যদিও, শুভেন্দুর এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। ফায়দা তুলতে আসরে নেমেছে বিজেপিও।

PREV
15
দক্ষিণ ছাড়িয়ে এবার উত্তরে, রাজপথে শুভেন্দুর সমর্থনে বড়বড় হোর্ডিং

বাংলার দক্ষিণ ছেড়ে এবার উত্তরে দাপট শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরেও পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। পোস্টার নীচে লেখা সেই 'আমরা দাদার অনুগামী'। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতিতে।

25


অন্যন্য জেলায় শুভেন্দুর সমর্থনে পোস্টার তুলনামূলকভাবে ছোট পড়েছে। কিন্তু উত্তর দিনাজপুরে যে পোস্টার পড়েছে তা অন্যান্য জায়গায় তুলনায় অনেক বড়। পোস্টারে লেখা 'জননেতার জয়ধ্বনী সাগর থেকে পাহাড় শুনছে'। 

35

শনিবার সকালে রায়গঞ্জ শহরের রাস্তার ধারে বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়। প্রসঙ্গত, উত্তর দিনাজপুরে একসময় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন শুভেন্দু। তাঁর সমর্থনে পোস্টার ঘিরে 'আমরা দাদার অনুগামী' সংখ্যাও এই জেলায় কম নেই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

45

রায়গঞ্জ শহরে শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়ার পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই পোস্টার কে বা কারা লাগাল তা এখনও স্পষ্ট নয়। যদিও শুভেন্দুর সমর্থনে পোস্টারকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

55

যদিও, শুভেন্দুর পোস্টার ঘিরে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছে বিজেপিও। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ''বিজেপি কোনও ব্যক্তি কেন্দ্রিক দল নয়। বিজেপি আদর্শের পূজারি। সেজন্যই আজ সারাদেশ গেরুয়াময়''।

click me!

Recommended Stories