রবিবার দোল উৎসব তথা গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬ তম অবির্ভার তিথি। বৈষ্ণবতীর্থ নবদ্বীপে গৌর পূর্ণিমার তিথিতে আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আজ ভোর থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, জন্মস্থান আশ্রম সহ বিভিন্ন মঠ মন্দিরে শুরু হয়ে গেছে মঙ্গল আরতি, ভাগবত পাঠ, হোলি কীর্ত্তন ইত্যাদি। এদিন জন্মস্থান মন্দিরে আবির খেলায় মেতে উঠলেন ভক্তরা ।