ওদলাবাড়ির পরিবেশ কর্মী নফসর আলি বলেন,পশ্চিম ডামডিম এলাকায় চেল নদীর ধারে একটি পাথর ভাঙ্গার হাপার কল রয়েছে। সেই হাপার কলের পিছনে একটি ফাঁকা মাঠে কেউ একটি মরা গরু ফেলেছিল। আজ সকালে এক ঝাঁক হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন ওই এলাকায় উড়ে আসে। মরা গরুর মাংস খেতে শুরু করে প্রায় অর্ধেক গরুর মাংস খাওয়ার পর শকুন গুলো অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে এদিক ওদিক মরে পড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত ১৫ টি মরা শকুন উদ্ধার করা হয়েছে। ২৫টি অসুস্থ শকুনকে ইতিমধ্যে লাটাগুড়ি এন আই সি তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে" ।