আজ দোল তথা মহাপ্রভুর ৫৩৬ তম আবির্ভাব তিথি, আনন্দে মাতল নবদ্বীপ, দেখুন ছবিতে-ছবিতে

রবিবার দোল উৎসব তথা গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬ তম অবির্ভার তিথি। বৈষ্ণবতীর্থ নবদ্বীপে গৌর পূর্ণিমার তিথিতে আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আজ ভোর থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, জন্মস্থান আশ্রম  সহ বিভিন্ন মঠ মন্দিরে  শুরু হয়ে গেছে মঙ্গল আরতি, ভাগবত পাঠ, হোলি কীর্ত্তন ইত্যাদি। এদিন জন্মস্থান মন্দিরে  আবির খেলায় মেতে উঠলেন ভক্তরা ।  

Ritam Talukder | Published : Mar 28, 2021 5:50 AM IST
17
আজ দোল তথা মহাপ্রভুর ৫৩৬ তম আবির্ভাব তিথি, আনন্দে মাতল নবদ্বীপ, দেখুন ছবিতে-ছবিতে

 রবিবার দোল উৎসব তথা গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬ তম অবির্ভার তিথি। বৈষ্ণবতীর্থ নবদ্বীপে গৌর পূর্ণিমার তিথিতে আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু।

27

 আজ ভোর থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, জন্মস্থান আশ্রম  সহ বিভিন্ন মঠ মন্দিরে  শুরু হয়ে গেছে মঙ্গল আরতি, ভাগবত পাঠ, হোলি কীর্ত্তন ইত্যাদি। এদিন জন্মস্থান মন্দিরে  আবির খেলায় মেতে উঠলেন ভক্তরা ।  
 

37


এদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে পড়ানো হয়েছিল লাল চেলি, লাল উত্তরীয় স্বর্ণালঙ্কারে সাজানো হবে। মাথায় সোনার মোহন চূড়া সঙ্গে স্বর্ণ মকর, গলায় সোনার চিক, কারুকার্য খচিত গৌরাঙ্গ হার, প্রজাপতি হার,  মোটর মালা, হাতে সোনার বাজু, বালা, পায়ে সোনার মল ইত্যাদি।

47


পাশাপাশি হাতে দেওয়া হয় রুপোর বাঁশি। রুপোর থালা, গ্লাস, বাটিতে ভোগ নিবেদন করা হবে । শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে নয়।প্রাচীন মায়াপুর গৌরাঙ্গ জন্মস্থান আশ্রম, নরহরি ধাম, সমাজ বাড়ি, সোনার গৌরাঙ্গ মন্দির, শ্রীকুঞ্জ শ্যামসুন্দর মন্দির ইত্যাদি মন্দিরেও বিভিন্ন অনুষ্ঠানে মধ্যে দিনটি উদযাপন করা হচ্ছে। 
 

57


এছাড়া নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সহ পাড়ায় পাড়ায় চলছে মহাপ্রভু  পূজার্চনা। প্রতিবছরের মত এবারও বিভিন্ন এলাকায় ভান্ডারা খুলে চলছে প্রসাদ বিতরণ।
 

67

 কোন ভাণ্ডারা থেকে  চা, কফি, বিস্কুট, শরবত, লুচি, আলুর দম, সুজি কোথাও আবার দুপুরে পুষ্পন্ন, বেগুনি ভাজা, পনির, কোথাও বা খিচুড়ি, আলুরদম ,পরমাণ্ন ইত্যাদি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। 
 

77


বিভিন্ন মঠ মন্দির থেকে পরিক্রমা বের হয়েছে। এছাড়া নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতেও চলছে মহাপ্রভু পুজা সহ নামকীর্তন বাউল গান ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

Share this Photo Gallery
click me!

Latest Videos