স্কুল-কলেজে ছুটি পড়তে আর কয়েকটা দিন বাকি। বছর শেষে জমিয়ে পড়ছে শীত। এই সময়ই শহর থেকে রাজ্য মেতে উঠল পিকনিক, ট্রিপের আমেজে। বছরের শেষে তাই তড়িঘড়ি পরিকল্পনা সেরে ফেলা দুরাত্রি তিন দিনের ট্রিপের। রইল সেরা দশ ঠিকানা।
সুন্দরবনঃ দুরাত্রি-তিন দিনের ট্রিপের জন্য সেরা ঠিকানা হতে পারে সুন্দরবন। এখানেই একটি বোর্ট ভাড়া করে কাটিয়ে দিন দুটোদিন। মাথা পিছু খরচ ৩৫০০ হাজার টাকা। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলবে এক অনবদ্য সৌন্দর্য।