বর্ষ শেষের উইকেন্ড ট্রিপ, রইল সেরা দশ জায়গার খোঁজ

স্কুল-কলেজে ছুটি পড়তে আর কয়েকটা দিন বাকি। বছর শেষে জমিয়ে পড়ছে শীত। এই সময়ই শহর থেকে রাজ্য মেতে উঠল পিকনিক, ট্রিপের আমেজে। বছরের শেষে তাই তড়িঘড়ি পরিকল্পনা সেরে ফেলা দুরাত্রি তিন দিনের ট্রিপের। রইল সেরা দশ ঠিকানা।

debojyoti AN | Published : Dec 21, 2019 5:44 PM
110
বর্ষ শেষের উইকেন্ড ট্রিপ, রইল সেরা দশ জায়গার খোঁজ
সুন্দরবনঃ দুরাত্রি-তিন দিনের ট্রিপের জন্য সেরা ঠিকানা হতে পারে সুন্দরবন। এখানেই একটি বোর্ট ভাড়া করে কাটিয়ে দিন দুটোদিন। মাথা পিছু খরচ ৩৫০০ হাজার টাকা। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলবে এক অনবদ্য সৌন্দর্য।
210
হাজারিবাগঃ মাথাপিছু খরচ ৪০০০ টাকা।
310
দিঘাঃ মাথাপিছু খরচ ৫০০০ টাকা।
410
মন্দারমনিঃ মাথাপিছু খরচ ৪০০০ টাকা।
510
মায়াপুরঃ মাথাপিছু খরচ ৩০০০ টাকা।
610
মুর্শিদাবাদঃ মাথাপিছু খরচ ৪০০০ টাকা।
710
ঘাটশিলাঃ ঘাাটশিলা ঘুরতে মাথাপিছু খরচ পড়বে ৪০০০ টাকা।
810
দারিংবাড়িঃ মাথা পিছু খরচ ৫০০০ টাকা।
910
বকখালিঃ বকখালিতে মাথাপিছু খরচ হতে পারে ৩০০০ টাকা।
1010
পিয়ালি আইল্যান্ডঃ মাথাপিছু খরচ ৩০০০ টাকা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos