Published : Jan 19, 2020, 05:36 PM ISTUpdated : Jan 29, 2020, 01:58 PM IST
পর্যটকদের আকর্ষণ করতে বাঁকুড়ায় নতুন উদ্যোগ জয়পুরে গড়া হল ট্রি হাউস আধুনিক নানা সুবিধা রয়েছে কটেজগুলি ঘিরে জয়পুর থেকেই ঘুরে দেখা যাবে বিষ্ণুপুর এবং জয়রামবাটি
বাঁকুড়া জেলার জয়পুরে তৈরি হয়েছে ট্রি হাউস রিসর্ট। নাম দেওয়া হয়েছে বনফুল। বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুর জুড় একাধিক টেরাকোটার মন্দির গড়ে তোলেন মল্লরাজারা। সেই টেরাটোকার কাজ এখন দেশের বাইরে বিখ্যাত। শীত পড়লেই সেই সমস্ত ঐতিহাসিক মন্দির দেখতে ছুটে আসেন পর্যটকরা।বিষ্ণুপুর থেকে সামান্য দূরে জয়রামবাটি যাওয়ার পথেই পড়ে জয়পুর। সেখানে টেরাকোটা মন্দির, জঙ্গলের পাশাপাশি রয়েছে প্রাচীন সমুদ্রবাঁধ। এই সমুদ্রবাঁধের তীরেই গড়ে উঠেছে সরকারি পর্যটন স্থল।
211
জয়পুর ব্লক প্রশাসন এর উদ্যোগে তৈরি হয়েছে এই ট্রি হাউসগুলি। বিধায়ক তহবিল থেকে পাওয়া অর্থ সাহায্যে তৈরি করা হয়েছে প্রকল্প। পাশাপাশি রাজ্য় সরকারের তরফেও অর্থ সাহায্য করা হয়েছে। সরকারি উদ্যোগে এই প্রকল্প তৈরি হলেও এটি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে।
311
অনলাইনে বুকিং করা যাবে এই ট্রি হাউসগুলির। www.banphooltreehouse.com -এ গিয়ে ট্রি হাউজ এবং তাঁবুতে থাকার বুকিং করা যাবে।
411
গাছ বাড়িতে থাকতে গেলে প্রতি রাতের জন্য দু' জনের খরচ পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে (খাওয়ার খরচ বাদ দিয়ে)।
511
তাঁবুতে একসঙ্গে চার থেকে ছয়জন থাকতে পারবেন। খরচ পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে।
611
কলকাতা থেকে বাসে বা গাড়িতে গেলে আরামবাগ হয়ে জয়পুর পৌঁছতে হবে। ট্রেনে এলে বিষ্ণুপুর বা আরামবাগে নেমে জয়পুর পৌঁছনো যাবে।
711
এই রিসর্ট থেকে সহজেই বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর ঘুরে আসতে পারবেন পর্যটকরা।
811
জয়পুর থেকে গাড়িতে মুকুটমণিপুর, শুশুনিয়া, ঝিলিমিলি-তেও ঘুরে আসতে পারবেন পর্যটকরা।