কোভিডের মাাঝেই খুলছে রাজ্যের স্কুল, শিক্ষক-পড়ুয়া ও অভিভাবকদের ওপর একাধিক নির্দেশিকা জারি

কোভিডের মাঝেই খুলে যাচ্ছে রাজ্যের স্কুল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এমনই অবস্থায় রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে। তার জেরেই এবার জারি করা হল একাধিক নির্দেশিকা। 

Jayita Chandra | Published : Feb 5, 2021 10:15 AM IST
112
কোভিডের মাাঝেই খুলছে রাজ্যের স্কুল, শিক্ষক-পড়ুয়া ও অভিভাবকদের ওপর একাধিক নির্দেশিকা জারি

নির্দিষ্ট সময়ের পূর্বেই শিক্ষকদের হাজির হতে হবে স্কুলে। তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পড়ুয়াদের জন্য়ে। 

212

প্রতিটা শিক্ষককেই বিশেষ কিছু দায়িত্বভাগ করে নিতে হবে। শিক্ষক তাদের নির্দিষ্ট কাজের বাইরেও নজর রাখবেন পড়ুয়াদের ওপর। 

312

অবশ্যই সামাজিক দূরত্বের দিকে নজর রাখতে হবে। পড়ুয়ারা যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই স্কুলে থাকে, ও সুস্থ পরিবেশ বজায় রাখে। 

412

খাবার থেকে শুরু করে বইপত্র, জিনিস আদানপ্রদান করার বিষয় নজর রাখতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। প্রয়োজনে নিতে হবে কঠোর নিয়ম। 

512

প্রত্যেকে মাস্ক পড়ছে কি না সেই দিকে নজর দিতে হবে। নয়তো অনেকেই এই বিষয়টা নজরের বাইরে রাখবে। পড়ুয়াদের সঙ্গে সহজভাবে মিশতে হবে। 

612

পাশাপাশি বেশ কিছু দিকে নজর দিতে হবে অভিভাবকদেরও। স্কুলে পাঠানোর আগে পড়ুয়াদের বুঝিয়ে দিতে হবে  কোভিড গাইডলাইন। 

712

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে যেতে হবে। পরিস্থিতি সম্পর্কে বুঝিয়ে বলতে হবে। 

812

স্কুলের বাইরে, যাতায়াতের পথে মাস্ক পড়ছে কি না, স্যানিটাইজার বা হাত ধোওয়ার দিকে নজর দিচ্ছে কি না দেখতে হবে। 

912

এর পাশাপাশি পড়ুয়াদেরও সতর্ক হতে হবে। বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসে কথা বলা গল্প করা আর নয়। 

 

 

1012

স্কুলের পোশাক সম্পর্কে সচেতন হতে হবে। তা ধুয়ে ফেলতে হবে  রোজ অথবা বাইরে কোথাও রেখে দিতে হতে ১২ ঘণ্টা। 

1112

শিক্ষকদের কথা মেনে চলতে হবে। স্কুলে কোনও রকম ভাবে মাস্ক খোলা যাবে না। কারুর শরীর খারাপ হলে স্কুলে আসা যাবে না। 

1212

কারুর শরীর খারাপ যদি ক্লাসের মধ্যে হয়, তবে তৎক্ষণাত শিক্ষকদের জানাতে হবে। হাত পা যতটা সম্ভব ঢেকে থাকতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos