আগামী তিন দিনে জাঁকিয়ে শীত বঙ্গে, শৈতপ্রবাহ পার্বত্য এলাকায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
কনকনে ঠাণ্ডায় কাঁপবে গোটা রাজ্য আগামী তিন দিনে। শৈত্য প্রবাহ থেকে শুরু করে তুষারপাত, পার্বত্য এলাকাতে ঠাণ্ডার দাপট বাড়ার ফলে গোটা দেশ জুড়ে পড়বে ঠাণ্ডা। পশ্চিমি ঝঞ্ঝা কারণেই এই ঠাণ্ডার দাপট বলে জানানো হচ্ছে আবহাওয়া দফতর থেকে।