বাঁদর ও ছোট্ট মেয়ের মধ্যে স্মার্টফোন নিয়ে কাড়াকাড়ি, কে জিতল জানতে দেখুন ভিডিও

Published : Mar 24, 2022, 05:15 AM IST
বাঁদর ও ছোট্ট মেয়ের মধ্যে স্মার্টফোন নিয়ে কাড়াকাড়ি, কে জিতল জানতে দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

ভিডিয়োতে দেখা গেল, খাটিয়ার উপরে বসে রয়েছে ছোট্ট একটি মেয়ে। হাতে স্মার্টফোন নিয়ে খেলা করছে মেয়েটি। এমনই এক সময় সেই খাটিয়ায় উড়ে এসে জুড়ে বসে একটি বাঁদর।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) রোজ কত ভিডিও ভাইরাল (Viral Video) হয়। তার মধ্যে কিছু হয় খুব মজাদার, কিছু থাকে খুবই আশ্চর্যের এবং কিছু ভিডিও আবার দুঃখজনকও হয়ে থাকে। এবার আর এক মজাদার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গেল, একটি বাঁদর (Monkey) এবং ছোট্ট একটি মেয়েকে (Little Girl) স্মার্টফোন নিয়ে রীতিমতো লড়াই করতে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিয়োতে দেখা গেল, খাটিয়ার উপরে বসে রয়েছে ছোট্ট একটি মেয়ে। হাতে স্মার্টফোন নিয়ে খেলা করছে মেয়েটি। এমনই এক সময় সেই খাটিয়ায় উড়ে এসে জুড়ে বসে একটি বাঁদর। আর তারপরই দুজনের মধ্যে শুরু হয় স্মার্টফোন নিয়ে কাড়াকাড়ি।

 

 

প্রথমে দেখা যায়, মেয়েটির হাত থেকে ফোনটি কেড়ে নেয় ওই বাঁদরটি। সে ওই ফোন নিয়ে কিছুক্ষণ খুটখুট করে। তারপরে আবার দেখা যায় যে, বাঁদরের হাত থেকে ফোনটি কেড়ে নেয় মেয়েটি। শেষে ওই বাঁদর ফের মেয়েটির হাত থেকে মোবাইল কেড়ে নেয় এবং তারপর বেশ কিছুক্ষণ ফোনটা আগলে বসে থাকে।

রাগবেন্দ্র৭৮৯৬ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো শেয়ার করেছেন। কমেন্টও করেছেন অনেকে। কয়েক দিন আগেই শেয়ার করা এই ভিডিয়োতে এর মধ্যে লাইক পড়েছে প্রায় ১৪ হাজারের কাছাকাছি।

PREV
click me!

Recommended Stories

এবার মেটা আনছে নতুন ফিচারস, ফেসবুকের মত হোয়াটসঅ্যাপেও হবে কভার ফটো
SIR শুনানির আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম বাদ, যোগী রাজ্যে হুহু করে কমছে মহিলা ভোটার