প্রকাশিত হল এশিয়ানেট নিউজ শারদ সম্মানের আবাসনের পুজোর তালিকা, কোন পুজোগুলি পাবে এই সম্মান দেখে নিন

Published : Oct 05, 2019, 11:48 AM ISTUpdated : Oct 20, 2019, 02:06 PM IST
প্রকাশিত হল এশিয়ানেট নিউজ শারদ সম্মানের আবাসনের পুজোর তালিকা, কোন পুজোগুলি পাবে এই সম্মান দেখে নিন

সংক্ষিপ্ত

এশিয়ানেট নিউজ প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও করা হবে সম্মানিত  বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও আবাসনের যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, প্রকাশিত হল সেই নাম

প্রথমবার শারদ সম্মান প্রদানের ইভেন্টের আয়োজন করে এশিয়ানেট নিউজ বাংলা যে সাড়া পুজো কমিটিগুলির কাছ থেকে পেয়েছে তা অভাবনীয়। এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এ তিন শতাধিক পুজো কমিটি নাম লিখিয়েছে। এই বিপুল সংখ্যক পুজো কমিটি যেভাবে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-কে সফল করতে উদ্যোগী হয়েছে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু, সেই সঙ্গে তাদের কাছে আমরা ক্ষমাও চাইছি যে এই বিশাল সংখ্যক পুজো কমিটি-কে শারদ সম্মানে ভূষিত করার মতো পরিস্থিতি আমাদের নেই। প্রত্যেকটি পুজোই তাঁদের চিন্তা-ভাবনা এবং পরিবেশনায় আমাদের চমকে দিয়েছেন। তবে, কেউ কেউ প্রতিযোগিতার নিয়মাবলি না মেনেই আবেদন করেছেন। তাতে আমাদের কাজটা একটু কঠিন হয়ে গেলেও আমরা কোনওভাবেই তাদের উপরে ক্ষুব্ধ নই। বরং, তাঁরা যে ভাবে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এর পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য সব পুজো কমিটি-কেই আমরা কুর্ণিশ জানাচ্ছি। আবাসনের যে ৭টি পুজো পাচ্ছে এশিয়ানেট নিউজ শারদ সম্মান, দেখে নিন সেই তালিকা-


১) সানি ব্লিস পুজা কমিটি
২)  সুগম সবুজ
৩) সুগম সুধীর
৪) অভিদিপ্তা এইআইজি পুজো
৫) মাদুরদহ ঐক্যতান
৬) কেষ্টপুর গণপতিপার্ক আবাসিক দুর্গোৎসব
৭) বিশ্বনাথ আবাসন তেঘরিয়া
৮) পার্বতী গার্ডেন
৯) এমবিপিএস ওয়াটার ভিউ
১০) ডায়মন্ড পার্ক
১১) বিনায়ক এনক্লেভ

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা