লক্ষ্য একুশের বিধানসভা ভোট। দিন যতই এগোচ্ছে রাজ্যে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক-বিরোধী শিবিরের হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি চলছে সমানে সমানে। আসন্ন নভেম্বর মাসেই বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। ফের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির যুব নেতা সৌমিত্র খাঁ।
বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের তীব্র কটাক্ষ করছেন সমবায়মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, এ রাজ্যে আগে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক তো বিজেপি? তারপর দেখবে বাংলা কীভাবে উত্তাল হয়। তিনি আরও বলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি আদৌ তৈরি হয়েছে কী? তার জন্য আলাদা নিয়ম আছে, সেটা হয়তো জানা নেই সৌমিত্র খাঁয়ের। মন্তব্য করেন মন্ত্রী আরূপ রায়।
রাজনৈতিকমহলের মত, বিজেপি নেতা এধরনের মন্তব্য করা নতুন নয়, আগেও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছিলেন তিনি। এমনকি বিজেপি নেতা মুকুল রায়ও একই মন্তব্য করেছিলেন।
মন্ত্রী অরূপ রায়ের আরও কটাক্ষ, কে কী বলছে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়, বিজেপি নিজেই ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।