বিশ্বনাথ দাস, হাওড়া- বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাস্থলে দমকল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার কারন এখনও জানা যায়নি। বন্ধ কারখানায় আগুন লাগাল কীভাবে তা নিয়ে ধন্দে দমকল বাহিনী।
জানাগেছে লিলুয়ার এস এস রোড বুধবার সকালে রাবারের কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। সাত সকালে কারখানায় আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে।
খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ায় আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। পাশাপাশি পোর্টেবল পাম্পের সাহায্য়েও আগুন নেভানো হয়। দমকলের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, আগুন লাগার কারন এখনও জানা যায়নি। তবে কারখানাটি বন্ধ থাকায় হতাহতের খবর নেই।
রাবার কারখানার মালিক ক্রিক শাহ জানান, অগ্নিকাণ্ডের জেরে কারখানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়াল , দামী মেশিনপত্র। ক্ষতির পরিমাণ ২০ থেকে ২২ লক্ষ টাকা হবে দাবি করেন তিনি। দমকল দ্রুত আগুন নেভানোয় তাঁদের কাজের প্রশংসা করেন কারখানার মালিক।