বিশ্বনাথ দাস, হাওড়া: ডিয়ার লটারির টিকিট কেটে কোটিপটি হাওড়ার ডোমজুড়ের শক্তি দাস।উত্তর ঝাপরদহ গ্রামে তার বাড়িতে খুশির হাওয়া।পেশায় দুধের সেলসম্যান শক্তি দাস।
পুজো কমিটিগুলোকে টাকা, মুখ্য়মন্ত্রীকে 'তুলোধনা' করলেন রাহুল সিনহা
মাত্র সাত হাজার টাকা বেতনে কোনও রকমে চলছিল সংসার।বেশি টাকা উপার্জনের জন্য মাস ছয়েক ধরে ডিয়ার লটারির টিকিট কাটছিলেন।মাঝে মধ্যে টাকা পেয়েছেন।টবে তা সামান্য।আরও বেশি টাকা পাবেন এই আশায় টিকিট কাটতেন।গত শনিবার কেটেছিলেন ডিয়ার কোম্পানির টিকিট।আর এবার বাজিমাত।একেবারে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতে নেন।
রাজ্য়ে একদিনে ৬২ জনের মৃত্যু, সংক্রমিত ৩,১৯৬
শক্তিবাবু জানান,আপাতত এই টাকা দিয়ে বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে।তাছাড়া বৃদ্ধা মা-সহ সবাইকে সারাজীবন দেখাশোনা করতে চান অবিবাহিত শক্তি দাস। বাকি পরিকল্পনা এখনও করা হয়নি।তবে সেলসম্যানের কাজ তিনি চালিয়ে যাবেন।