কিছু কারণ বশত এই প্রতিবেদনটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, স্টোরির নতুন লিংক পেতে ভিতরে যান

Published : Jul 22, 2022, 12:20 PM IST
কিছু কারণ বশত এই প্রতিবেদনটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, স্টোরির নতুন লিংক পেতে ভিতরে যান

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ফের ভয়ঙ্করভাবে ট্রোলড হলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া তাঁর একটি খুশি হওয়ার ছবিতে চোখে পড়েছে একটি মাদক পানীয়ের বোতল। কিছু কারণ বশত এই প্রতিবেদনটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, স্টোরির নতুন লিংক পেতে ভিতরে যান

সঙ্গী ললিত মোদীর সঙ্গে নিজের আনন্দের সময়কাল উদযাপন করার সময়ে অভিনেত্রী তাঁর নিজের এবং প্রিয়জনদের সাথে মিলে সুখী সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্রোলাররা তাঁর গাড়িতে দেখতে পায় একটি অ্যালকোহলের বোতল, আর দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করতে থাকে যে, এটি হুইস্কির বোতল, নাকি ভডকার? তারা আরও প্রশ্ন করে যে, কীভাবে সুস্মিতা নিজের গাড়িতে মাদক পানীয় পান করতে পারেন যেখানে গাড়ির ভেতর মাদক পান করা ট্রাফিক আইনের বিরোধী কাজ। এই খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন- 
সুস্মিতার গাড়িতে ভডকার বোতল ! সেলফি দেখে হেসেই খুন নেটিজেনরা

PREV
click me!

Recommended Stories

৭৯তম স্বাধীনতা দিবসের আগে জানুন কী ভাবে পরিবর্তন হয়েছিল জাতীয় পতাকার, রইল ব্যবহারের নিয়ম
সেনাবাহিনীর সূর্য স্পিতি বাইক র‍্যালি শুরু, হিমালয়ের ৮০০ কিমি পথ পাড়ি দিচ্ছেন ৭৮ জন