কিছু কারণ বশত এই প্রতিবেদনটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, স্টোরির নতুন লিংক পেতে ভিতরে যান

Published : Jul 22, 2022, 12:19 PM IST
কিছু কারণ বশত এই প্রতিবেদনটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, স্টোরির নতুন লিংক পেতে ভিতরে যান

সংক্ষিপ্ত

১০ বছরেরও বেশি সময় ধরে অন্ধকারে ডুবে রয়েছে গোটা একটা গ্রাম। শিশুদের পড়াশোনা হ্যারিকেনের আলোয়। জমি জটে আজও আলো পৌঁছোয়নি পাণ্ডুয়ার বেড়েলা গ্রামে। কোথাও অভিযোগ জানাতে না পেরে চোখে জল গ্রামবাসীদের।

প্রায় ১২-১৩ বছর ধরে বিদ্যুৎ নেই পান্ডুয়ার বেড়েলা গ্রামের গয়লা পুকুর পাড়ায়। চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ১৫ থেকে ১৬টি পরিবারের সদস্যরা। যাঁর মাধ্যমে তাঁরা জমি কিনেছিলেন, তাঁর কাছ থেকে জল ও বিদ্যুতের কোনওরকম অসুবিধা না ভোগ করার প্রতিশ্রুতিও পেয়েছিলেন তাঁরা। কিন্তু, বছর কয়েক কাটতেই দেখা গেল অন্য চিত্র। এই খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন- 
বিদ্যুৎহীন অবস্থায় কেটে গেছে প্রায় ১ যুগ, সাপের কামড়ের আতঙ্কে চোখে জল পাণ্ডুয়ার বেড়েলার বাসিন্দাদের

PREV
click me!

Recommended Stories

৭৯তম স্বাধীনতা দিবসের আগে জানুন কী ভাবে পরিবর্তন হয়েছিল জাতীয় পতাকার, রইল ব্যবহারের নিয়ম
সেনাবাহিনীর সূর্য স্পিতি বাইক র‍্যালি শুরু, হিমালয়ের ৮০০ কিমি পথ পাড়ি দিচ্ছেন ৭৮ জন