LPG: গ্যাস বুকিংয়ের আগে এবার জমা দিতেই হবে এই কার্ড! কড়া নির্দেশ জারি করল কেন্দ্র, কীভাবে করবেন? রইল বিস্তারিত

Published : Jan 20, 2026, 01:58 PM IST

LPG: গ্যাস বুকিং করার আগেই জমা দিতে হবে এই কার্ড! নইলে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়বেন গ্রাহকেরা! আজই করিয়ে নিন, কীভাবে? রইল বিস্তারিত…..

PREV
112

এবার LPG সংযোগকে অবশ্যই Aadhaar কার্ডের সঙ্গে লিংক করতে হবে। যারা এখনও লিংক করেননি, নইলে মারাত্মক সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা!

212

ভারত সরকার PAHAL বা DBTL স্কিমের মাধ্যমে LPG-এর ভর্তুকি দেয়। এতে গ্রাহক প্রথমে সম্পূর্ণ দামে সিলিন্ডার কেনেন এবং পরে নির্দিষ্ট ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত আসে।

312

Aadhaar লিংক করার মূল উদ্দেশ্য হল যাতে ভর্তুকির টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় এবং একই ব্যক্তির নামে একাধিক সংযোগ থাকলে তা চিহ্নিত করা যায়। Aadhaar লিংক না থাকলে অনেক সময় ভর্তুকি ক্রেডিট হয় না।

412

ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে। এতে ভুল বা ডুপ্লিকেট LPG সংযোগ ধরা পড়ে। সরকারি সুবিধা পেতে ভবিষ্যতে কোনও সমস্যায় পড়তে হয় না।

512

সংক্ষেপে বলা যায়, Aadhaar লিংক মানেই ভর্তুকি পাওয়ার নিশ্চয়তা। কীভাবে Aadhaar কে LPG সংযোগের সঙ্গে লিংক করবেন? Aadhaar–LPG লিংক করার জন্য একাধিক উপায় আছে। গ্রাহক নিজের সুবিধা অনুযায়ী যেকোনও একটি পদ্ধতি বেছে নিতে পারেন।

612

অনলাইনে লিংক করার পদ্ধতি

প্রথমে আপনার LPG কোম্পানির ওয়েবসাইটে যান (Indane, Bharat Gas বা HP Gas)। সেখানে Aadhaar linking বা LPG seeding অপশন নির্বাচন করুন। Consumer Number, Aadhaar নম্বর এবং মোবাইল নম্বর দিন।

712

মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন করুন। সব ঠিক থাকলে সাবমিট করুন। সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে লিংক সম্পন্ন হয়।

812

SMS দিয়ে লিংক আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে

UID স্পেস Aadhaar নম্বর এই ফরম্যাটে SMS পাঠাতে হয় নির্দিষ্ট নম্বরে। LPG কোম্পানি অনুযায়ী নম্বর আলাদা হয়।

912

এ ছাড়া কল সেন্টার বা IVRS দিয়েও লিঙ্ক করা যাবে। টোল ফ্রি নম্বরে কল করে নির্দেশ অনুযায়ী Aadhaar নম্বর ও Consumer Number দিয়ে লিংক করা যায়।

1012

এ ছাড়া ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে লিঙ্ক করা যাবে। নিজের LPG ডিস্ট্রিবিউটর অফিসে Aadhaar কার্ডের কপি, Consumer Number ও মোবাইল নম্বর নিয়ে যান। ফর্ম পূরণ করে দিলে অফিস থেকেই লিংক করে দেওয়া হয়।

1112

লিংক হয়েছে কিনা কীভাবে জানবেন

আপনি LPG কোম্পানির ওয়েবসাইটে গিয়ে Consumer Number বা Aadhaar দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন।

1212

যদি সেখানে “Linked” লেখা থাকে, তাহলে আপনার Aadhaar ও LPG সংযোগ সফলভাবে যুক্ত হয়েছে। এরপর ভর্তুকির টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে।

Read more Photos on
click me!

Recommended Stories