এই শিল্পী এক লক্ষেরও বেশি বার রাম নাম লিখে রাম, সীতা, লক্ষণ ও হনুমানের ছবি এঁকেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই টাইপোগ্রাফি।
টাইপোগ্রাফির মাধ্যমে রাম দরবারের ছবি ফুটিয়ে তুললেন ড. শিবানী মাণ্ড্য। এই শিল্পী এক লক্ষেরও বেশি বার রাম নাম লিখে রাম, সীতা, লক্ষণ ও হনুমানের ছবি এঁকেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই টাইপোগ্রাফি। রাম দরবারের এই ছবি দেখে উচ্ছ্বসিত বহু মানুষ। সোমবার অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। সারা দেশে এই অনুষ্ঠান ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে।