৫ বছরে সরকারি চাকরিহারার সংখ্যা ৫%, লোকসভায় জানাল কেন্দ্রীয় সরকার

Published : Aug 23, 2025, 03:05 PM IST

গত পাঁচ বছরে এই দেশে সরকারি চাকরি হারিয়েছেন ১ লক্ষেরও বেশি সরকারি কর্মী। লোকসভায় তেমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত বেসরকারিকরণের জন্যই চাকরি হারা হতে হয়েছে লক্ষাধিক মানুষকে। 

PREV
15
পাঁচ বছরে চাকরিহারা ১ লক্ষ

গত পাঁচ বছরে এই দেশে সরকারি চাকরি হারিয়েছেন ১ লক্ষেরও বেশি সরকারি কর্মী। লোকসভায় তেমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত বেসরকারিকরণের জন্যই চাকরি হারা হতে হয়েছে লক্ষাধিক মানুষকে। মঙ্গলবার লোকভায় একটি লিখিত প্রশ্নের জবাবে তেমনই জানিয়েছে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা। তিনি বলেছেন ৫ বছরে চাকরিহারা প্রায় ১ লক্ষ।

25
চাকরি হারার হিসেব

কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় একটি লিখিতপ্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন, ২০১৯-২০ সরকারি কর্মীর সংখ্যা ৯.২ লক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ৮.১২ লক্ষ। অর্থাৎ ৫ বছরে সরকারি কর্মীর সংখ্যা ১ লক্ষেরও বেশি কমে গিয়েছে। তবে পাঁচ বছরে অনগ্রসর শ্রেণির চাকরির সংখ্যা ১.১৯ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.১৩ লক্ষ।

35
চাকরিহারানোর কারণ

কেন্দ্রীয় মন্ত্রী কেরলের সিপিআই(এম) সাংসদ সতিতানন্থমের লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে স্পষ্ট করে চাকরি যাওয়ার কারণ জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন রাষ্ট্রয়ত্ত্ব সংস্থায় বিলগ্নিকরণ ও বেসরকারিকরণে হয়েছে। সেই কারণেই চাকরিহারা হচ্ছে সরকারি কর্মীরা।

45
বকারত্বের সংখ্যা বৃদ্ধি

পিরিওডিক লেবার ফোর্স সার্ভের মাসিক রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছর বা তারও বেশি সময়ে বেকারত্বের হান ছিল ৫ শতাংশ বেশি। ২০২২-২৩ সালের রিপোর্ট গড় বার্ষিক বেকারত্বের হার সবথেকে বেশি কমে গিয়ে হয়েছে ৩.২ শতাংশ।

55
বেসরকারিকরণ থেকে আয় বৃদ্ধি

গত বছরের ১০ ডিসেম্বর রাজ্যসভায় একটি পৃথক প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়েছিল, ২০১৪-’১৫ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারিকরণ-সহ বিভিন্ন পদ্ধতি এবং পদক্ষেপের মাধ্যমে ৪,৩৬,৭৪৮ কোটি টাকা আদায় করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories