Maoist Killed: ছত্তিশগড়ে মাওবাদী-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ, নিহত ১০ মাওবাদী

Published : Sep 11, 2025, 08:33 PM IST
10 Maoists killed in Chhattisgarh

সংক্ষিপ্ত

Maoist Killed: ছত্তিশগড়ে গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা ও মাওবাদীদের সংঘর্ষে ১০ জন মাওবাদীকে হত্যা করা হয়েচে। রায়পুর রেঞ্জের পুলিশ আধিকারিক অমরেশ মিশ্র জানিয়েছেন।

ছত্তিশগড়ে গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা ও মাওবাদীদের সংঘর্ষে ১০ জন মাওবাদীকে হত্যা করা হয়েচে। রায়পুর রেঞ্জের পুলিশ আধিকারিক অমরেশ মিশ্র জানিয়েছেন। তিনি বলেছেন, মৈনপুর থানার অধীনে জঙ্গলে নিরাপত্তা কর্মীরা অভিযান শুরু করেছিল। সেই সময়ই তারা মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুলির লড়াই হয়েছে।

 

হত ১০ মাওবাদী

স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ-এর সদস্য হিসেবে অভিযানে অংশ নিয়েছিল কোবরা বাহিনী ও সিআরপিএফ জওয়ানরা। অন্য রাজ্যের পুলিশ কর্মীরাও এই অভিযানের অংশ ছিল। জঙ্গলে ঢোকার মুখেই গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই ১০ জন মাওবাদীর মৃত্যু হয়।

মাওবাদীদের আত্মসমর্পণ

অন্যদিকে নারায়ণপুর জেলায় ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। বুধবার সন্ধ্য়ায় পুলিশের কাছে এরা আত্মসমর্পণ করে। নারায়ণপুরে পুলিশ সুপারিনডেন্ট রবিনসন গুরিয়া বলেন, তারা স্বীকার করে নিয়েছে যে তারা মাওবাদী আদর্শের সঙ্গে আর চলতে পারছে না। গ্রামবাসীদের ওপর অত্যাচার করতে আর রাজি না হওয়ায় তারা দল ছেড়ে আত্মসমর্পণ করেছে।

অমিত শাহ

মাওবাদী দমনে কড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক অভিযান করেছেন। মাওবাদী দমনে যথেষ্ট কড়া নীতি নিয়েছেন। তাতে সাফল্যও পেয়েছেন। প্রচুর মাওবাদী নেতা ও ক্যাডার আত্মসমর্পণ করেছেন। নয়তো অভিযানে মৃত্যু হয়েছে। এর আগেও একাধিক অভিযানে যথেষ্ট সাফল্য পেয়েছে কেন্দ্রীয় বাহিনী। ছত্তিশগড়  এমন একটি রাজ্য যেখানে মাওবাদীদের অত্যাচার সব থেকে  বেশি। পিছিয়ে পড়া এই রাজ্য়ের একের পর এক নৃশংস হামলা চালিয়েচিল মাওবাদীরা। তাতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে  জওয়ানদেরও। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: বেড়াতে গেলে বাড়তি খরচ, বড়দিনের পরেই বাড়ছে ট্রেনের টিকিটের দাম
Today live News: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ ফাইনাল - ভারতের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, কে এই সমীর মিনহাস?