দুর্গা বিসর্জন হয়ে উঠল মর্মান্তিক, পার্বতী-তে তলিয়ে গেলেন ১০ জন

Published : Oct 09, 2019, 11:56 AM IST
দুর্গা বিসর্জন হয়ে উঠল মর্মান্তিক, পার্বতী-তে তলিয়ে গেলেন ১০ জন

সংক্ষিপ্ত

দুর্গা প্রতীমা ভাসান দিতে গিয়ে ডুবে গেলেন ১০ জন রাজস্থানের ঢোলপুরের ঘটনা পার্বতী নদীতে এই ঘটনা ঘটে একজন স্নান করতে গিয়ে ডুবে যাচ্ছিলেন তাঁকে বাঁচাতে গিয়ে বাকিরাও একই পরিণতির শিকার  

দুর্গা প্রতিমা ভাসান দিতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল, নদীর প্রবল স্রোতে ডুবে গেলেন ১০ জন। রাজস্থানের ঢোলপুরের ঘটনা।

জানা গিয়েছে, ঢোলপুরের পার্বতী নদীতে দুর্গা প্রতীমা বিসর্জন দেওয়া হচ্ছিল। মাঝনদীতে চান করার জন্য একজন নৌকা থেকে জলে ঝাঁপিয়ে  পড়েছিলেন। কিন্তু প্রবল বর্ষায় পার্বতী নদী এই মুহূর্তে ফুলে-ফেঁপে রয়েছে। স্রোতের টানে ওই ব্যক্তি ডুবে যান। তাঁকে বাঁচাতেই বাকিরা জলে নেমেছিলেন। কিন্তু তাদেরও একই পরিণতি হয়।

রাজস্থানের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত মোট ৫ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতে অভিযান বন্ধ রাখা হয়েছিল। বুধবার সকাল থেকেই ফের পার্বতীর অববাহিকা ধরে সন্ধান চালানো হচ্ছে। স্থানীয় ডুবুরি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করছেন।    

নিহতদের পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।

 

PREV
click me!

Recommended Stories

Iran: ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্ক, ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের কতটা ক্ষতি?
দারুণ খবর! রাজ্য সরকারী কর্মীদের DA বাড়ল ৩%, জেনে নিন কবে মিলবে বাড়তি টাকা