রাখিপূর্ণিমার আগেই বেতন বাড়বে ১০ হাজারেরও বেশি! ফের ডিএ বাড়াচ্ছে কেন্দ্র! কোন সরকারি কর্মী কত পাবেন?

Published : Aug 04, 2025, 10:24 AM IST

আচমকা সুখবর! আবারও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। দারুণ খুশি সরকারি কর্মচারীরা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৩% বাড়াতে পারে কেন্দ্র সরকার। কে কত টাকা পাবেন, দেখে নিন।

PREV
16

রাখি বন্ধনের আগেই মিলতে পারে বিরাট সুখবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৩% বাড়াতে পারে (DA Hike) কেন্দ্র সরকার। তবে বেতনে ঠিক কতটা প্রভাব পড়বে? আর কবেই বা আসছে ঘোষণা?

26

প্রসঙ্গত জানিয়ে রাখি, শেষবার ২০২৫ সালের শুরুর দিকে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা ৫৩% থেকে বাড়িয়ে ৫৫% করেছিল। এবার সেই হার আরো বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। যদি ৩% হারে ডিএ বৃদ্ধি হয়, তাহলে বর্তমানের ৫৫% ডিএ বেড়ে হবে ৫৮%। ফলে সরকারি কর্মীদের বেতনে যে অনেকটাই প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

36

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসের এই সংশোধনী হতে চলেছে সপ্তম বেতন কমিশনের আওতায়। শেষ ডিএ বৃদ্ধির পর অষ্টম বেতন কমিশন গঠন হবে। অর্থাৎ, জানুয়ারি মাস থেকেই অষ্টম বেতন কমিশন অনুযায়ী নতুন হারে ডিএ কার্যকর হবে।

46

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রাখি বন্ধনের আগেই অর্থাৎ আগস্ট মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কেন্দ্রীয় সরকার এই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। তবে একাধিক রিপোর্ট বলছে যে, এই বর্ধিত ডিএ অক্টোবর মাসের বেতনের সঙ্গেই দেওয়া হবে।

56

মহার্ঘ ভাতা বাড়লে সরাসরি সরকারি কর্মচারীদের বেতনের উপর প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। যেমন, বর্তমানে যদি কোনো কর্মীর মাসিক বেতন ১৮ হাজার টাকা হয়, তাহলে ৫৫% হারে সে মোট ৯,৯০০ টাকা ডিএ পাবে। এবার যদি ৩% ডিএ বাড়ে অর্থাৎ, ৫৮% হারে ডিএ দাঁড়াবে ১০,৪০০ টাকা। ফলে বেতনে যে অনেকটাই প্রভাব পড়ছে, তা বোঝাই যাচ্ছে।

66

মুদ্রাস্ফীতি বা বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের যে অনেকটাই আর্থিক সুরহা দেবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, বরং এই ডিএ বৃদ্ধির প্রভাব পেনশনভোগীদের উপরেও পড়বে।

Read more Photos on
click me!

Recommended Stories