সকাল থেকে একটানা গুলির লড়াই, যৌথবাহিনীর হাতে খতম ১৩ মাওবাদী

Published : May 21, 2021, 11:49 AM ISTUpdated : May 21, 2021, 12:06 PM IST
সকাল থেকে একটানা গুলির লড়াই, যৌথবাহিনীর হাতে খতম ১৩ মাওবাদী

সংক্ষিপ্ত

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য যৌথবাহিনীর তল্লাশি অভিযানে গুলির লড়াই খতম ১৩ জন মাওবাদী অভিযান চলছে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে

মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য যৌথবাহিনীর। শুক্রবার সকাল থেকেই অভিযান শুরু হয় মহারাষ্ট্রের গড়চিরৌলিতে। রাজ্য পুলিশের সি-৬০ কমান্ডো এই অভিযান শুরু করে। এই অভিযানেই খতম করা হয়েছে ১৩ জন নকশালকে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এটাপল্লির কোটমিতে ঘন জঙ্গলের মধ্যে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। 

 

গোপন সূত্রে খবর ছিল একটি বৈঠকের জন্য মাওবাদীরা জমায়েত হতে চলেছে। সেই সূত্র ধরেই হামলা চালায় কমান্ডো বাহিনী বলে জানান গড়চিরৌলির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সন্দীপ পাটিল। তিনি জানান, জমায়েত দেখতে পাওয়া মাত্রই গুলি চালায় যৌথবাহিনী। পালটা গুলি চালায় মাওবাদীরাও। কমান্ডোরা কেউ আহত না হলেও, ১৩ জন মাওবাদী মারা যায়। 

এক ঘন্টা ধরে চলে গুলির লড়াই। বাকি মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানান ঘটনাস্থল থেকে মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকা জুড়ে চলছে চিরুণি তল্লাশি। 

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!