যোগী-রাজ্যে এবার গণধর্ষিত নাবালক! শিশু-নিগ্রহের সংখ্যা বেড়েই চলেছে

Published : Jun 17, 2019, 08:00 PM IST
যোগী-রাজ্যে এবার গণধর্ষিত নাবালক! শিশু-নিগ্রহের সংখ্যা বেড়েই চলেছে

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে এবার নিগ্রহের শিকার এক নাবালক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শাহজাহানপুরে পলাতক চার দুষ্কৃতী  

দিন দিন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এইবার সেই তালিকাতেই যুক্ত হল আরও একটি ভয়াবহ ঘটনা। এই ক্ষেত্রে নিগ্রহের শিকার এক নাবালক!

যোগী আদিত্যনাথের রাজ্যের শাহজাহানপুরের ঘটনা। পুবায়া এলাকার এক গ্রামে ১৩ বছরের এক নাবালককে চার জন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন ওই চার দুষ্কৃতী ১৩ বছরের বালকটিকে জোর করে এক বাগানে নিয়ে যায়। তারপর তার উপর চলে অকথ্য অত্যাচার।

বাড়ি এসে ওই নাবালক তার পরিবারের লোকজনদের বিষয়টি খুলে বলে। তারপরই রহমান, রবি, গুল্লি ও ওয়াসিম নামে ওই চারজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। আপাতত ওই চারজন গা ঢাকা দিয়েছে। পুলিশ জানিয়েছে তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

ওই নাবালক মানসিকভাবে ভেঙে পড়েছে। আপাতত পুলিশের পক্ষ খথেকে তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।

 

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব