বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পর 'কুনো ন্যাশনাল পার্কে' বড় পরিসরে মুক্ত হল দুই চিতা। ছুটির সকালে আনন্দের সাথে টুইটবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পর 'কুনো ন্যাশনাল পার্কে' বড় পরিসরে মুক্ত হল দুই চিতা। ছুটির সকালে আনন্দের সাথে টুইটবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাঁর জন্মদিন উপলক্ষ্যে প্রায় ৭০ বছর পর দেশে নিয়ে আসা হয়েছে ৮টি চিতা। সুদূর আফ্রিকা থেকে কঠিন সতর্কতা মেনে ভারতে আনা হয়েছে এই ৮ চিতাকে। আজ ২ চিতার মুক্তির ভিডিও প্রকাশ করে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী। বাকি চিতাগুলিকেও আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।