মুখে কালি, গলায় জুতোর মালা, গাধার পিঠে ঘোরানো হল মায়াবতীর দলের দুই নেতাকে, দেখুন ভিডিও

Published : Oct 22, 2019, 02:38 PM IST
মুখে কালি, গলায় জুতোর মালা, গাধার পিঠে ঘোরানো হল মায়াবতীর দলের দুই নেতাকে, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

গত মাসেই রাজস্থানে বহুজন সমাজবাদি পার্টির ছয় বিধায়ক যোগ দিয়েছিলেন কংগ্রেসে তারপর দলীয় সব পদ বাতিল করে দিয়েছিলেন মায়াবতী দল দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় কোঅর্ডিনেটর রামজি গৌতম-কে এদিন জয়পুরে প্রকাশ্য রাস্তায় তাঁকে চরম লাঞ্ছনা করল দলীয় কর্মীরাই  

রাজস্থানে মায়াবতীর দল বহুজন সমাজবাদি পার্টির ডামাডোল অব্যাহত। দল বিরোধী কাজকর্ম করার অভিযোগে প্রকাশ্যে চরম লাঞ্ছনা করা হল দলের দুই বিশিষ্ট নেতাকে।

এদিন জয়পুরে প্রকাশ্য রাস্তায় দলের জাতীয় কোঅর্ডিনেটর রামজি গৌতম ও রাজ্যের প্রাক্তন দলীয় ইনচার্জ সীতারামের মুখে কালো কালি মাখিয়ে দেয় দলীয় কর্মীরাই। তারপর তাদের গলায় জুতোর মালা পরিয়ে, একটি গাধার পিঠে চড়িয়ে শহর প্রদক্ষিণ করানো হয়।

গত মাসেই রাজস্থানে বিএসপির ছয় বিধায়কই শাসক দল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপই রাজ্যে দলের সকল পদই সরিয়ে দিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। সেই সময়ই দলের জাতীয় কোঅর্ডিনেট রামজি গৌতম ও বিএসপি-র প্রাক্তন রাজ্যসভার সাংসদ মুকাড়-কে রাজস্থানে দল সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্প্রতি সেই রামজি গৌতমের বিরুদ্ধেই দল বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদিন তাঁর সঙ্গে রাজ্যে দলের দায়িত্বে থাকা সীতারামকেও চরম লাঞ্ছিত হতে হল দলীয় কর্মীদের হাতেই।

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি