DA Hike: ২ শতাংশ DA বাড়লে অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা? কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধির অঙ্ক শুনলে চমকে যাবেন

Published : Mar 29, 2025, 12:12 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এখন ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। বেসিক বেতন অনুযায়ী কর্মীদের বেতন ৪০০ টাকা বা তার বেশি বাড়বে। এই বৃদ্ধি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এরিয়ার সহ মার্চের বেতনে পাওয়া যাবে।

PREV
110

ফের শিরোনামে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির খবর। সদ্য ২ শতাংশ ডিএ বাড়ল কর্মীদের।

210

এতদিন ৫৩ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা। এবার সেই সংখ্যা হল ৫৫ শতাংশ।

310

শেষ বার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল মোদী সরকার। কিন্তু, এবার বাড়ল ২ শতাংশ। এবার থেকে ৫৫ শতাংশ ডিএ পাবেন কর্মীরা।

410

এখন প্রশ্ন হল তাহলে ঠিক কত টাকা বাড়ছে কর্মীদের? সদ্য প্রকাশ্যে এসেছে এই হিসেব।

510

রিপোর্ট বলছে, কারও বেসিক যদি ২০ হাজার হয়, তাহলে সে এবার থেকে ৫৫ শতাংশ ডিএ পাবে। অর্থাৎ তার অ্যাকাউন্টে ঢুকবে ১১ হাজার টাকা।

610

এতদিক যাদের ২০ হাজার টাকা বেসিক ছিল তারা ৫৩ শতাংশ হারে ডিএ পেত। অর্থাৎ ১০,৬০০ টাকা করে পেত। যা এবার থেকে মিলবে ১১ হাজার।

710

অর্থাৎ মাসিক বেতন ৪০০ টাকা বাড়বে। তেমনই যার বেসিক যত বেশি তার অ্যাকাউন্টে ঢুকবে তত বেশি টাকা।

810

এই ডিএ কার্যকারী হবে ১ জানুয়ারি থেকে। ফলে সকল কর্মচারী ও পেনশন ভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে এরিয়ার।

910

মোদী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী ও ৪৮.৬৬ লক্ষ কর্মচারী।

1010

সম্ভবত মার্চের বেতনের সঙ্গে মিলবে বাড়তি টাকা। অর্থাৎ এপ্রিল মাসে লক্ষ্মী লাভ হবে সকল কর্মীদের।

click me!

Recommended Stories